হোম অজানা সব খবর ইঁদুর কেন কাগজ বা কাপড় কাটে Talukdar Academy ৩/০৮/২০২১ ০৪:৫৪:০০ PM 0 মন্তব্যসমূহ Facebook Twitter ইঁদুর ...
ইঁদুর কেন কাগজ বা কাপড় কাটে (ওরা তো কাগজ খায় না)?
প্রশ্নটা আমাদের ছোটবেলায় সবারই থাকে । ওরা দাঁত দিয়ে কাটেনা এমন জিনিস খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি অধিকাংশ ক্ষেত্রে সেসব ওদের খাবার জিনিস না!
ইঁদুরের সামনের দাঁত সবসময়ই বড় হতে থাকে। কিন্তু ইঁদুরেরা কাগজ,জামা-কাপড় কেটে ঐ বড় হওয়া দাঁতের ক্ষয় করে ছোট রাখার চেষ্টা করে। যে ইঁদুর দাঁত ছোট রাখবে না সেই ইঁদুরকে নিজের দাঁতের আঘাতে মৃত্যুবরণ করতে হবে।বড় হয়ে যাওয়া দাঁত মুখ থেকে বের হয়ে আসে তাদের মস্তিস্কেও আঘাত করতে পারে।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
COMMENTS