আফগান সরকারের ই-মেইল অ্যাকাউন্টগুলো বন্ধ করেছে গুগল আফগান সরকারের ব্যবহৃত অনেক ই-মেইল অ্যাকাউন্টের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রেখেছে গুগল। দেশ...

আফগান সরকারের ব্যবহৃত অনেক ই-মেইল অ্যাকাউন্টের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রেখেছে গুগল। দেশটির সাবেক সরকারি কর্মকর্তা ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের ডিজিটাল নথি তালেবানের হাতে যাওয়ার ভয় থেকে এমনটা করা হয়েছে বলে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

See more
Google shuts down Afghan government's email accounts
Google has temporarily closed the use of many email accounts used by the Afghan government. The message agency Reuters said that the country's former government officials and their international associates had been done out of fear of digital documents going into the hands of the Taliban.Source: - Reuters
- MD ASHIKUR RAHMAN (Admin)
COMMENTS