আগের পোষ্টে আমরা জেনে ছিলাম Google এর সক্ষমতা কতটুকু? আজকে আমাদের আলোচনার বিষয় হলো Black Web নিয়ে। তবে আবারও কথাটা মনে করিয়ে দিচ্ছি ...
আগের পোষ্টে আমরা জেনে ছিলাম Google এর সক্ষমতা কতটুকু?
আজকে আমাদের আলোচনার বিষয় হলো Black Web নিয়ে। তবে আবারও কথাটা মনে করিয়ে দিচ্ছি
" পোষ্টের বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। "আমি এবং আমাদের টিম Bangladesh Anonymous Cyber Force" মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই সবার মাঝে পোষ্টটি শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। "আমি বা Bangladesh Anonymous Cyber Force" আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।"
চলুন আলোচনা শুরু করি →↓
Black Web কে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আর তা হলঃ
1. The Deep Web
2. The Dark Web
ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।
আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে। আজকে এইটুকুই আগামী পোষ্টে আমরা জানব ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হল? আর পরবর্তী পোষ্ট গুলোতে আপনারা যা জানতে ও শিখতে চলেছে তা নিজেও কল্পনা করতে পারবেন না। "আর একটা কথা মাথায় রাখবেন যে বিষয় গুলো আপনি আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে জানছেন বা শিখছেন এইগুলা কেউ আপনাকে ফ্রিতে শিখাবে না যা আমি বা আমরা আপনাকে বুঝাচ্ছি, কারন আমি বা আমরা চাই বাংলাদেশের মানুষ যাতে ইন্টারনেটে নিজেকে নিজে প্রটেক্ট করতে পারে এটাই চাই আমরা #Safe_internet
জানার জন্য সাথেই থাকুন #Anonymous #stay_B_A_C_F
COMMENTS