আপনি কি জানেন যে, এমন একটি উপায় আছে যে, আপনি হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার সেভ না করে মেসেজ করতে পারবেন। মাঝে মাঝে আমাদের শুধু হোয়াটসঅ্যাপ...
কিন্তু এখন হোয়াটসঅ্যাপে এমন কিছু সুবিধা আছে যে, আপনি নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন।
১. সবার প্রথমে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে এপপ্স টি আপডেট করে নিন।
২. হোয়াটসঅ্যাপে আপডেট করার পরে এখন আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলুন। যেমনঃ গুগল ক্রোম ব্রাউজার।
৩. ব্রাউজার খোলার পরে এই লিঙ্কে যান "https://wa.me/Number"
Example - "https://wa.me/0110000000"
৪. উপরে দেওয়া লিঙ্কটির মধ্যে যেখানে নাম্বার লেখা আছে এখন আপনি ওই নাম্বার এর জায়গায় যার নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান ওই নাম্বার তা দিন।
৫. লিংকটি খোলার সাথে আপনার সামনে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলবে। আর সাথে দেখবেন যে আপনি যে নাম্বার টি দিয়ে ওই লিংকটি ক্লিক করেছেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের চ্যাট খুলে গেছে।
বিঃদ্রঃ- একই ভাবে আপনি আপনার কম্পিউটারেও করতে পারবেন, এই জন্য হোয়াটসঅ্যাপ এর কম্পিউটার এর সফটওয়ার ইন্সটল থাকা লাগবে আপনার কম্পিউটারে।
- ASHIKUR360 ( এডমিন )
COMMENTS