হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অপশন আপডেট হোয়াটসঅ্যাপে লাস্ট সিন অপশনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে লাস্ট সিন না দেখানোর জন্য অপশন রয়েছে তিন...

হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অপশন আপডেট


হোয়াটসঅ্যাপে লাস্ট সিন অপশনে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে লাস্ট সিন না দেখানোর জন্য অপশন রয়েছে তিন ক্যাটাগরিতে Everyone, Your Contact Only এবং no one । সম্প্রতি জানা যায়, ফিচারটিকে আপডেট করার কাজ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী নির্দিষ্ট ব্যক্তি ধরে নির্বাচন করতে পারবেন যে কাকে তিনি লাস্ট সিন দেখাবেন, কাকে দেখাবেন না।

সংবাদমাধ্যম উবার গিজমো জানায়, অপশনটির নাম হবে "My Contacts Expect" । এর মাধ্যমে কন্টাক্টসে থাকা নম্বরগুলোর মধ্যেই নির্বাচন করা যাবে—লাস্ট সিন দেখার সুযোগ কাকে দেওয়া যায়। অর্থাৎ যাকে দেখতে দেবেন বা যাকে দেবেন না তার নম্বর কন্টাক্ট লিস্টে থাকতে হবে। সুবিধাটি এখন বেটা সংস্করণে আছে। শিগগিরই উন্মুক্ত হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
COMMENTS