অফলাইনে কম্পিউটার থেকে মোবাইলে কিংবা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফারের অন্যতম সেরা একটি পদ্ধতি হলো : Feem. Feem এর অফিসিয়াল সাইটে গ...

অফলাইনে কম্পিউটার থেকে মোবাইলে কিংবা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফারের অন্যতম সেরা একটি পদ্ধতি হলো : Feem.
Feem এর অফিসিয়াল সাইটে গিয়ে Download এ ক্লিক করলে বেশ কিছু অপশন আসে। সেখান থেকে মোবাইল এর জন্য Download for android এবং কম্পিউটার এর জন্য Windows Desktop এই দুটি ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এরপর খুব সহজেই ফ্রিতে অফলাইনে ফাইল ট্রান্সফার করতে পারবেন, একাধিক ডিভাইসের ভেতর অফলাইনে চ্যাট ও করতে পারবেন! Feem এপস টি অটোমেটিক wifi connected device detect করে। তাই এতে কানেকশন এর ঝামেলা কম। বি.দ্র. সাধারণ সব কাজের জন্য ফ্রি ভার্সনই যথেষ্ট। তবে প্রিমিয়াম ভার্সনে বেশ কিছু ফিচার আছে যেমন ফাইল এর পাশাপাশি ফোল্ডার ও ট্রান্সফার করা যায়!
COMMENTS